Tuesday, 2024-05-21, 6:26 AM
Welcome Guest | Sign Up | Login

My site

Site menu
Calendar
«  May 2024  »
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031
Entries archive
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    Blog

    আসালামু আলাইকুম, একটি গুরুত্বপূর্ণ পোস্ট।
    শেষ হয়ে যাচ্ছে আরেকটি বছর। নতুন বছরের আগমনে অনেকে আগাম জেনে নিতে চান কেমন কাটবে সামনের বছরটি। কিনে নেন বাৎসরিক রাশিচক্রের ম্যাগাজিন বা বই। আপনি কি জানেন এই ছোট্ট কৌতূহল থ... েকে আপনি শিরকে জড়িয়ে যাচ্ছেন? আপনার আগামী চল্লিশ দিন ও চল্লিশ রাতের নামাজ কবুল হবে না?
    জ্যোতিষশাস্ত্র চর্চা শুধু হারামই নয় একজন জ্যোতিষবিদের কাছে যাওয়া এবং তার ভবিষ্যদ্বাণী শোনা, জ্যোতিষশাস্ত্রের উপর
    বই কেনা অথাব একজনের কোষ্ঠী যাচাই নিষেধ। যেহেতু জ্যোতিষশাস্ত্র প্রধানত ভবিষ্যদ্বাণী করার জন্য ব্যবহৃত হয়, যারা এই বিদ্যা চর্চা করে তাদের জ্যোতিষী বা গণক বলে গণ্য করা হয়।
    ফলস্বরূপ, যে তার রাশিচক্র খোঁজে সে রাসূল (সা) প্রদত্ত বিবৃতির রায়ের অধীনে পড়েঃ
    হাফসা (রাঃ) কর্তৃক বর্নিত, রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ "যে গণকের কাছে যায় এবং কোন বিষয়ে জিজ্ঞাসা করে তার চল্লিশ দিন ও রাত্রির নামাজ গ্রহণযোগ্য হবে না।” [Sahih Muslim, English trans, vol. 4, p.1211, no, 5540]


    < ... Read more »

    Views: 372 | Added by: Jahir | Date: 2012-12-16 | Comments (0)

    আসালামু আলাইকুম, একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করছি। হয়ত অনেকে জানেন আবার অনেকেরই এই হাদিস সম্পর্কে জানা নেই, আসুন জেনে নেই এবং আমল করি।

    "জুম‘আর দিন ইমামের মিম্বরে বসা হ’তে জামা‘আতে ছালাত শেষে সালাম ফিরানো পর্যন্ত সময়ের মধ্যে এমন একটি সংক্ষি... প্ত সময় (سَاعَةٌ خَفِيْفَةٌ) রয়েছে, যখন বান্দার যেকোন সঙ্গত প্রার্থনা আল্লাহ কবুল করেন" [27] দো‘আ কবুলের এই সময়টির মর্যাদা লায়লাতুল ক্বদরের ন্যায় বলে হাফেয ইবনুল ক্বাইয়িম (রহঃ) মন্তব্য করেন।

    অন্য হাদীছের বক্তব্য অনুযায়ী ঐদিন আছর ছালাতের পর হ’তে সূর্যাস্ত পর্যন্ত দো‘আ কবুলের সময়কাল প্রলম্বিত। অতএব জুম‘আর সারাটা দিন দো‘আ-দরূদ, তাসবীহ-তেলাওয়াত ও ইবাদতে কাটিয়ে দেওয়া উচিত।

    এই সময় খত্বীব স্বীয় খুৎবায় এবং ইমাম ও মুক্তাদীগণ স্ব স্ব সিজদায় ও শেষ বৈঠকে তাশাহ্হুদ ও দরূদের পরে সালামের পূর্বে আল্লাহর নিকটে প্রাণ খুলে দো‘আ করবেন। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) এই সময়ে বেশী বেশী দো‘আ করতেন। (সূত্রঃ ছালাতুর রাসূল ছাঃ বই)

    Views: 324 | Added by: Jahir | Date: 2012-12-16 | Comments (0)

    প্রশ্নঃ স্মৃতিসৌধ, শহীদ মিনার, স্মৃতিস্মম্ভ, মূর্তি-প্রতিকৃতি, নেতৃবৃন্দের মাজারে পুস্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ইত্যাদি পালন করা কি জায়েজ?

    উত্তরঃ নাজায়েজ।

    (ক) পুস্পস্তবক অর্পণঃ যারা শহীদ হয়েছেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন
    তাদের আত্মা আল্লাহর কাছে পুষ্পপল্লবে ঘেরা ঘন সবুজ শ্যামল বৃক্ষলতায় পরিপূর্ণ সুরভিত জান্নাতে বিচরণ করছে। শহীদ এবং ঈমানসহ মৃত্যুবরণকারী সকল মুসলিমের আত্মাই তাদের যোগ্যতা ও আমলের তারতম্য অনুসারে পাখিরূপে জান্নাতে রয়েছে বলে বিশুদ্ধ হাদীসে উল্লেখ... রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "শহীদগণের রূহ আল্লাহর সান্নিধ্যে সবুজ পাখিদের মধ্যে থাকবে এবং জান্নাতের বাগ-বাগিচা ও নহরসমূহে ভ্রমণ করবে”। [সহীহ মুসলিম]

    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, "মুমিনের আত্মা একটি পাখি হিসেবে জান্নাতের বৃক্ষরাজিতে বিচরণ করতে থাকবে। আল্লাহ যেদিন তাকে পুনুরুত্থিত করবেন সেদিন তার দেহে আত্মাটি ফিরিয়ে দেয়া পর্যন্ত এভাবেই থাকবে”। [আহমাদ, হাসান]

    অপর একটি ব ... Read more »
    Views: 270 | Added by: Jahir | Date: 2012-12-16 | Comments (0)

    আর ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না আমার একদল উম্মত মুশরিকদের সাথে মিলিত হবে এবং যতক্ষণ না আমার উম্মতের একটি শ্রেণী মূর্তি পূজা করবে" (বারকানী তাঁর সহীহ হাদিস গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন)

    সাহাবী আবু সাঈদ রা. থেকে বর্ণিত... আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, "আমি আশঙ্কা করছি "তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী লোকদের রীতি-নীতি অক্ষরে অক্ষরে অনুসরণ করবে [যা আদৌ করা উচিত নয়] এমনকি তারা যদি গুঁই সাপের গর্তেও ঢুকে যায়, তোমরাও তাতে ঢুকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ‘ইয়া রাসুলুল্লাহ, তারা কি ইহুদি ও খ্রিস্টান?’ জবাবে তিনি বললেন, তারা ছাড়া আর কে? (বুখারী ও মুসলিম)
    Views: 386 | Added by: Jahir | Date: 2012-12-16 | Comments (0)

    যদি আমাদের দেশের মানুষ সর্বপ্রথম কিভাবে শিরকের উত্‍পত্তি হয় তা জানত, যদি তাদের মিনিমাম ইসলামী জ্ঞান থাকত তাহলে একটা মুসলমানের বাচ্চাও শহীদ মিনার বা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাত না । তারা ইট পাথর বালি দ্বারা তৈরী মূর্তি, অগ্নিশিখার সামন... ে খালি পায়ে হেটে শ্রদ্ধাঞ্জলি জানাত না । নিশ্চয়ই শহীদগণ জান্নাতি, তারা আপনার আমার এই বিধর্মীয় তরীকায় শ্রদ্ধাঞ্জলীর মূখাপেক্ষী নয় ।

    সত্যিই যদি তাদের প্রতি ভালবাসা থাকে তাহলে শহীদদের জন্য দুআ করুন, তাদের কবর যিয়ারত করুন, তাদের নামে দান-খয়রাত করুন । এটাই একমাত্র ইসালামী তরীকা মুসলিমদের জন্য । এছাড়া ইসলামে আর কিছুই জায়েয নেই । যেখানে মূর্তি, সৌধ, মিনার নির্মাণ করাই ইসলামে সম্পূর্ণ হারাম সেখানে যেকোন পদ্ধতিতে শ্রদ্ধা হোক পূজা হোক তা হারাম হবে তা বলার অপেক্ষা রাখেনা ।

    রাজাকার, দেশদ্রোহী বা যা ইচ্ছা বলে গালি দিতে পারেন কিন্তু হাশরের ময়দানে জানিনা, জানতাম না বলে পার পাবেন না ইনশাআল্লাহ । আমাদের দায়িত্ব হক্ব প্রচার করা কিন্তু হেদায়াতের মালিক আল্লাহ । রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘একটি আয়াত হ’লেও ত ... Read more »
    Views: 342 | Added by: Jahir | Date: 2012-12-16 | Comments (0)

    আল্লাহ্‌ হুকুম ও নবীর তরীকা (সুন্নত) আনুযায়ী চলতে পারলে দুনিযায় কামীয়াব আখীরাতে কামীয়াব ।ভাই আমরা আল্লাহর হুকুম ও নবীর তরীকা সম্পর্কে প্রতিনিয়ত অল্প অল্প করে নিজে জানি এবং অপর ভাইকে এর লাভ সম্পর্কে দাওয়াত দেই।
    আল্লাহ আমাদের সবাইকে তওফীক দান করুক ।
    আমীন ।
    Views: 293 | Added by: Jahir | Date: 2012-12-16 | Comments (0)

    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

    মুমিনের বিষয় কতই না সুন্দর। তার সকল অবস্থা তার জন্য কল্যাণকর। আর এটা একমাত্র মুমিনেরই বৈশিষ্ট্য। যদি সে নেয়ামত ও সুখ লাভ করে তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে। ফলে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি সে মুসিবতে আক্রান্ত হয় তাহলে সবর করে। ফলে এ অবস্থাও তার জন্য কল্যাণকর হয়।
    [সহীহ মুসলিম, হাদীস-২৯৯৯]
    Views: 307 | Added by: Jahir | Date: 2012-12-16 | Comments (0)

    আবু হুরায়রা [রাযি.] থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ "জান্নাতে প্রত্যেকটি গাছের কাণ্ড হবে স্বর্ণের।"
    {সুনানে তিরমিযী, হাদিস নং-২৫২৭}
    Views: 385 | Added by: Jahir | Date: 2012-12-16 | Comments (0)

    আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাগফেরাত কামনার দো‘আকে সাইয়্যেদুল্ ইসস্তিগফার বা গুনাহ মাফ চাওয়ার প্রধান দো‘আ বলে অভিহিত করেছেন এবং জান্নাতে প্রবেশের কারণ বলে আখ্যায়িত করেছেন। সুতরাং প্রিয় পাঠক! দো‘আটি মুখস্থ করুন এবং সকাল সন্ধ্যা পাঠ করুন।

    শাদ্দাদ ইবন আওস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ননা করেন তিনি বলেন, ইস্তেগফারের প্রধান দো‘আ হলো:

    اللهم أنت ربي لا... إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك عليَّ وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت

    ‘আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা ’আবদিকা ওয়া আন্না ’আলা ’আহদিকা ওয়া ওয়া’দিকা মাস্তাতা’তু আবু’উ লাকা বিনি’মাতিকা ওয়া আবু’উ লাকা বিযাম্বি, ফাগফিরলী ফা ইন্নাহু লা ইয়াগফিরুযযুনুবা ইল্লা আনতা। আ’উযুবিকা মিন শাররী মা সানা’তু, আবু’উ লাকা বিনি’মাতিকা ’আলাইয়া, ওয়া আবু লাকা বিযাম্বি ফাগফিরলী ফা ইন্নাহু লা ইয়াগফিরুযযুনুবা ইল্লা আনতা।”(বুখারী)

    ... Read more »
    Views: 352 | Added by: Jahir | Date: 2012-12-16 | Comments (0)

    আল্লাহর তাসবীহ (স্তুতি), তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ) এবং তাকবীরের ফযীলত সম্পর্কে আবদুল্লাহ ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘‘মেরাজের রাতে ইবরাহীম আলাইহিস্ সালামের সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন, হে মুহাম্মাদ! তোমার উম্মাতকে আমার সালাম বলো এবং তাদেরকে এ সংবাদ দাও যে, জান্নাতের মাটি সুন্দর, পানি মিষ্টি, আর জান্নাত সমতল এবং এর বৃক্ষরাজি সুবহানাল্লাহ, আলহামদুল্লিাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার’’। [তিরমিযী এটি রেওয়ায়েত করেছেন এবং আলবানী তাকে উত্তম বলেছেন]

    Views: 313 | Added by: Jahir | Date: 2012-12-16 | Comments (0)

    « 1 2 ... 19 20 21 22 »